গোপনীয়তা এবং বিশ্বস্ততা
এই ওয়েবসাইট থেকে নিরাপদ ও কার্যকর সেবা প্রদান করার জন্য, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার এবং শেয়ার করা Haradhan.com-এর জন্য গুরুত্বপূর্ণ।
যেসব তথ্য আমরা সংগ্রহ করি
Haradhan.com-এ পোস্টকৃত তথ্য জনসাধারনের নিকট লভ্য থাকে। আপনি যদি আমাদের নিকট ব্যক্তিগত তথ্য প্রদান করতে ইচ্ছুক হোন, তবে আমাদের সার্ভারসমূহে সেই তথ্যাবলী স্থানান্তর ও সংরক্ষণের জন্য আপনি সম্মতি প্রদান করেন। আমরা নিম্নলিখিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকি:
ইমেইল অ্যাড্রেস, যোগাযোগের তথ্য, এবং (সেবা ব্যবহারের উপর নির্ভর করে) মাঝে মাঝে আর্থিক তথ্য। কম্পিউটারে সাইন-অন-এর তথ্য, পেইজ দর্শনের পরিসংখ্যান, Haradhan.com-এর দিকে ও এর থেকে দর্শনার্থী এবং বিজ্ঞাপনের প্রতিক্রিয়ার পরিসংখ্যান। অন্যান্য তথ্যাবলী, যার মধ্যে রয়েছে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস এবং স্ট্যান্ডার্ড ওয়েব লগের তথ্য।
আপনার ব্যক্তিগত তথ্যের অন্যান্য ব্যবহারসমূহ
নিম্নলিখিত কারনে আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকি:
আমাদের সেবা প্রদান করার জন্য।বিরোধ মীমাংসা, ফি সংগ্রহ, এবং সমস্যা সমাধানের জন্য। নিরাপদ ক্রয়বিক্রয় উৎসাহিত করা এবং আমাদের নীতিমালা কার্যকর করার জন্য। ব্যবহারকারীর অভিজ্ঞতা কাস্টোমাইজ করতে, আমাদের সেবার আগ্রহ পরিমাপ করতে। আমাদের সেবার উন্নতি করতে এবং সেবা ও আপডেট সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে।আপনার পছন্দ অনুযায়ী মার্কেটিং ও প্রচারমূলক অফার সম্পর্কে আপনার সাথে যোগাযোগ করতে। যখন আমরা তথ্য সংগ্রহ করি, তখন উপরে বর্ণিত কারনে ব্যবহারকারীর জন্য অন্যান্য কাজ করতে।
আপনার তথ্যের প্রকাশ
ব্যবহারকারীর নিকট থেকে সুস্পষ্ট অনুমতি ছাড়া বিপণনের উদ্দেশ্যে কোন তৃতীয় পক্ষের নিকট আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রয় বা ভাড়া দেই না। আইনগত প্রয়োজনের প্রতি দায়বদ্ধ হয়ে, আমাদের নীতিমালা প্রয়োগ করার স্বার্থে, অন্যের অধিকার খর্বকারী কোনো বিজ্ঞাপন বা বিষয়বস্তুর দাবির প্রতি সাড়া দিতে, অথবা প্রত্যেকের অধিকার, সম্পদ কিংবা নিরাপত্তার সুরক্ষা নিশ্চিত করতে আমরা ব্যক্তিগত তথ্য উন্মোচন বা প্রকাশ করতে পারি।
কোন স্প্যাম, স্পাইওয়্যার অথবা স্পুফিং নয়
আমরা এবং আমাদের ব্যবহারকারীরা স্প্যাম সহ্য করি না। নিশ্চিন্তে আপনার ‘Haradhan.com’ এর যোগাযোগ স্থাপন করে আপনার পছন্দ নির্বাচন করুন যাতে আমরা আপনার সুবিধার্থে আপনার সাথে যোগাযোগ করতে পারি। আপনি আর কোনও ‘Haradhan.com’ এর ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারবেন না বিশেষ অনুমতি ব্যতিত। কোনও কিছু ‘Haradhan.com’ এ স্প্যাম কিংবা স্পুফ হিসেবে থাকলে আমাদের কাছে রিপোর্ট করুন। আপনারা আমাদের যোগাযোগের মাধ্যম কে কখনোই স্প্যাম এর কন্টেন্ট হিসেবে ব্যাবহার করতে পারবেন না কারন এটা আমাদের এগ্রিমেন্ট এ নেই।
একাউন্ত রক্ষনাবেক্ষন
আপনার পাসওয়ার্ড হচ্ছে আপনার একাউন্ট এর মূল চাবি কাঠি। আপনি ব্যতিক্রমধর্মী নাম্বার, ওয়ার্ড বা অন্যান্য ক্যারেকটার ব্যাবহার করতে পারেন এবং মনে রাখবেন কখনোই ‘Haradhan.com’ এর পাসওয়ার্ড অন্য কারো কাছে জানাবেন না। আপনি যদি আপনার পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করেন তবে আপনার একাউন্ট এর সমস্ত দায় ভার আপনাকেই নিতে হবে। আপনি যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তবে আপনি আপনার ইনফরমেশন আপডেট করতে পারবেন না তখন আমাদের কে বিষয় টি অবগত করতে হবে। তাই পাসওয়ার্ড নিয়ে সমস্যা হলে পাসওয়ার্ড ‘Haradhan.com’ দ্বারা পরিবর্তন করে নেন।
যোগাযোগের বা ইমেইলের উপায়
আমাদের তৃতীয় পক্ষের বিজ্ঞাপনী অংশীদারদের পক্ষ থেকে ভোক্তা পণ্য ও সেবা সম্পর্কে বিপণন সংক্রান্ত বার্তা পেতে আপনি সম্মতি জ্ঞাপন করেন, যদি না আপনি তা না পাওয়ার বিষয়ে আমাদেরকে বলে থাকেন। আপনি যদি আমাদের নিকট থেকে বিপণন সংক্রান্ত বার্তা পেতে ইচ্ছুক না হোন, তবে যোগাযোগের সাথে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে আপনার পছন্দের বিষয়টি নির্দেশ করতে পারেন। ঠিকানা সংগ্রহ, স্প্যাম পাঠানো বা অন্য কোনোভাবে আমাদের ব্যবহারবিধি বা গোপনীয়তার নীতিমালা লঙ্ঘন করার জন্য আমাদের সাইট বা যোগাযোগের পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। নিষিদ্ধ কার্যকলাপ বা নিষিদ্ধ বিষয় পরীক্ষার জন্য আমরা আমাদের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে প্রেরিত ইমেইল স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করতে পারি এবং ম্যানুয়ালি ফিল্টার করতে পারি। আপনি যদি কোনো বন্ধুর নিকট কোনো কিছু পাঠানোর জন্য আমাদের পদ্ধতি ব্যবহার করে থাকেন, তবে আমরা আপনার বন্ধুর ঠিকানা স্থায়ীভাবে সংরক্ষণ করি না বা বিপণনের জন্য সেগুলো ব্যবহার বা উন্মোচন করি না। অন্য ব্যবহারকারীদের নিকট থেকে কোন স্প্যাম রিপোর্ট করার জন্য, দয়া করে আমাদের গ্রাহক সহায়তার সাথে যোগাযোগ করুন।
নিরাপত্তা
অননুমোদিত প্রবেশ বা প্রকাশ করা থেকে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করতে আমরা অনেক পদ্ধতি ব্যবহার করে থাকি (এনক্রিপশন, পাসওয়ার্ড, অবকাঠামোগত নিরাপত্তা)। শুধুমাত্র আপনি যেগুলো প্রকাশ করতে ইচ্ছুক হোন, সেগুলো ছাড়া সকল ব্যক্তিগত ইলেকট্রনিক তথ্যাবলী গোপন রাখা হবে। এই সেবার মাধ্যমে অন্যের সাথে যোগাযোগের তথ্য প্রকাশ করা অগ্রহণযোগ্য। আপনি যদি আপনার বাসকারী দেশের আইন এবং/বা সেবা ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করেন, তবে আপনি আপনার ব্যক্তিগত তথ্যের উপর গোপনীয়তার অধিকার হারাবেন।
যোগাযোগের ঠিকানা
গ্রাহক সহায়তা ইমেইল: find@haradhan.com
গ্রাহকত্ব বাতিলের তথ্য
আপনি যদি কোনো সময় আমাদের সক্রিয় ডাটাবেজ থেকে আপনার তথ্য মুছে ফেলতে ইচ্ছুক হোন, তবে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। অধিকন্তু, আমাদের প্রেরিত ইমেইলের নিচে প্রদত্ত আন-সাবস্ক্রাইব লিংকে ক্লিক করে, আপনি যেকোনো সময় গ্রাহকত্ব বাতিল করতে পারবেন। অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য এই ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শন ব্যবহার করে এবং গুগল অ্যানালিটিকস-এর মাধ্যেম পুনঃবিপণন প্রযুক্তি ব্যবহার করে। আমাদের ওয়েবসাইটে অতীতে ভিজিটের উপর ভিত্তি করে বিজ্ঞাপন সম্বন্ধে জানাতে, অপটিমাইজ করতে ও প্রদান করতে গুগল সহ তৃতীয় পক্ষ ভেন্ডরগণ প্রথম-পক্ষ ও তৃতীয় পক্ষের কুকিজ একত্রে ব্যবহার করে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন। বিজ্ঞাপন প্রদর্শনের জন্য গুগল অ্যানালিটিকস-এ অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারেন এবং অ্যাডস প্রেফারেন্সেস ম্যানেজার ব্যবহার করে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বিজ্ঞাপনসমূহ কাস্টোমাইজ করতে পারেন।
সাধারণ
আমরা এই সাইট সম্পর্কে যে কোন সংশোধনী যে কোনও সময়ে প্রচার করতে পারি।
------------------------------------------
Privacy and Confidentiality
In order for the website to provide a safe and useful service, it is important for Haradhan.com to collect, use, and share personal information.
Data that we collect
Information posted on Haradhan.com is publicly available. If you choose to provide us with personal information, you are consenting to the transfer and storage of that information on our servers. We collect and store the following personal information:
Email address, contact information, and (depending on the service used) sometimes other information. Computer sign-on data, statistics on page views, traffic to and from Haradhan.com and response to advertisements. Other information, including users' IP address and standard web log information.
Other uses of your personal information
We use users' personal information to:
Provide our services. Resolve disputes, collect fees and troubleshoot problems. Encourage safe trading and enforce our policies. Customize users experience, measure interest in our services. Improve our services and inform users about services and updates. Communicate marketing and promotional offers to you according to your preferences. Do other things for users as described when we collect the information.
Our disclosure of your information
We don't sell or rent users' personal information to third parties for their marketing purposes without users' explicit consent. We may disclose personal information to respond to legal requirements, enforce our policies, respond to claims that a posting or other content violates other's rights, or protect anyone's rights, property, or safety.
No spam, spyware or spoofing
We and our users do not tolerate spam. Make sure to set your ‘Haradhan.com’ communication preferences so we communicate to you as you prefer. You are not licensed to contact other ‘Haradhan.com’ users without their express consent. To report ‘Haradhan.com’ -related spam or spoof emails to ‘Haradhan.com’, please report it to us. You may not use our communication tools to send spam or otherwise send content that would breach our User Agreement.
Account protection
Your password is the key to your account. Use unique numbers, letters and special characters, and do not disclose your ‘Haradhan.com’ password to anyone. If you do share your password or your personal information with others, remember that you are responsible for all actions taken in the name of your account. If you lose control of your password, you may lose substantial control over your personal information and may be subject to legally binding actions taken on your behalf. Therefore, if your password has been compromised for any reason, you should immediately notify ‘Haradhan.com’ and change your password.
Communication and email tools
You agree to receive marketing communications about consumer goods and services on behalf of our third party advertising partners unless you tell us that you prefer not to receive such communications. If you don't wish to receive marketing communications from us, simply indicate your preference by following directions provided with the communication. You may not use our site or communication tools to harvest addresses, send spam or otherwise breach our Terms of Use or Privacy Policy. We may automatically scan and manually filter email messages sent via our communication tools for malicious activity or prohibited content. If you use our tools to send content to a friend, we don't permanently store your friends' addresses or use or disclose them for marketing purposes. To report spam from other users, please contact customer support.
Security
We use lots of tools (encryption, passwords, physical security) to protect your personal information against unauthorized access and disclosure. All personal electronic details will be kept private by the Service except for those that you wish to disclose. It is unacceptable to disclose the contact information of others through the Service. If you violate the laws of your country of residence and/or the terms of use of the Service you forfeit your privacy rights over your personal information.
Contact details
Customer Support E-mail: find@haradhan.com
Unsubscribe information
If at any time you wish to have your information removed from our active databases, please contact us. Additionally, you will be able to unsubscribe anytime by clicking on the unsubscribe link at the bottom of all our email communications. This website makes use of Display Advertising and uses Remarketing technology with Google Analytics to advertise online. Third-party vendors, including Google, may show our ads on various websites across the Internet, using first-party cookies and third-party cookies together to inform, optimize, and serve ads based on past visits to our website. Visitors can opt-out of Google Analytics for Display Advertising and customize Google Display Network ads using the Ads Preferences Manager.
General
We may amend this Privacy Policy at any time by posting the amended terms on this site.